Skip to content

মেদিনীপুর শহরের সেকপুরার বড় গির্জার মাঠে নির্মল সংঘ ক্লাবের পরিচালনায় দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতার!

নিজস্ব সংবাদাতা : বর্তমান তরুণ সমাজকে মাঠ মুখী করার লক্ষ্যে মেদিনীপুর শহরের শনিবার ৩০শে আগস্ট সেকপুরার বড় গির্জার মাঠে নির্মল সংঘ ক্লাবের পরিচালনায় দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।সকাল ১২টায় মেদিনীপুর শহরের সেকপুরার বড় গির্জার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ক্লাবের সাথে সাথে মেদিনীপুর শহরের দক্ষ ক্রীড়া সংগঠক নামে পরিচিত আবীর আগরওয়ালের একটা বিরাট ভূমিকা এই টুর্নামেন্টে। এতে অংশগ্রহণ করেছিল ৮টি নামিদামি দল। স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণের বিপুল উৎসাহ ও উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতায় একাধিক প্রতিভাবান দল অংশগ্রহণ করে।

উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় অমীয় ভট্টাচার্য ভট্টাচার্য, তপন দে, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, আশীষ চক্রবর্ত্তী,নির্মাল্য চক্রবর্তী,অসিত পাল,সন্দীপ সিংহ,মিতালী ব্যানার্জী,সৌরভ বসু সহ অন্যান্যরা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির মধ্যে মেদিনীপুর শহরের অন্যতম ক্রীড়া সংগঠক আবীর আগরওয়াল জানান, 'ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে'। এই ধরনের ক্রীড়া উদ্যোগ আগামী প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়া বিশ্লেষকরা।দীর্ঘ উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর পর ফাইনালে মুখোমুখি হয় ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ও ইউনিটি মেদিনীপুর। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক তাদের কৌশল ও দক্ষতার জোরে ইউনিটি মেদিনীপুর-কে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। ইউনিটি মেদিনীপুর রানার্স-আপ হয়েও দর্শকদের মন জয় করে নেয়। উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে ক্রীড়ামঞ্চে ছিল চমৎকার আলোকসজ্জা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও দর্শকদের বিপুল উৎসাহ —যা এই আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।

Latest