পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুরের পর এবার মেদিনীপুর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্প সাজানো কাজ আরম্ভ হয়েছে। আর এই অমৃত ভারত প্রকল্প স্টেশন তৈরীর জন্য রেল জায়গায় বসবাসকারী ৫০০ পরিবারকে নোটিশ দেওয়া হয় গত সোমবার। নোটিশে উল্লেখ্য করা হয়েছে, সাত দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ রেলওয়ের পক্ষ থেকে। মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায় ভূইয়া পাড়াতে বস্তি উচ্ছেদের নোটিশে কপালের চিন্তার ভাঁজ পড়েছে বাসিন্দাদের। বছরের পর বছর ওই এলাকাতে বসবাস করছে পরিবার গুলো। বিগত প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি এই এলাকায় বসবাস করছে পরিবার গুলো। হঠাৎ করে তাদের উচ্ছেতে নোটিশ দেওয়ার চিন্তায় পড়েছে তারা। রেলের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে এই অবৈধ নির্মাণ সরিয়ে না নিলে রেলের পক্ষ থেকে তা ভেঙে ফেলে দেওয়া হবে। বসবাস কারী দের বক্তব্য হঠাৎ রেল যদি তাদেরকে উচ্ছেদ করে দেয় কোথায় যাবে তারা এই প্রশ্ন কোন উত্তরই নেই তাদের কাছে। তবে তারা চাইছে বিকল্প পুনর্বাসন। এলাকায় যান মেদিনীপুর পৌর প্রধান সহ একটি প্রতিনিধি দল। বসবাসকারীদের সঙ্গে কথা বলেন মেদিনীপুর পৌর প্রধান সৌমেন খান। তিনি জানান ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছে হাজারের বেশি বাসিন্দারা। রেল কোন কিছু ব্যবস্থা না করে হঠাৎ করে নোটিশ দিয়ে গেছে। অথচ এই এলাকার বাসিন্দারা দীর্ঘ দিন ধরে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সহ পৌর পরিষেবা পায় তারা। কিভাবে হঠাৎ করে রেল এই উচ্ছেদ করতে পারে? পৌর প্রধানের হুশিয়ারি রেল পুনর্বাসন না দিলে উচ্ছেদ করতে এলে আন্দোলনে নামবে শাসক দল।
