পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের স্বনামধন্য ও মানসম্পন্ন ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দ্য ট্রি কিডস স্কুল–এর ১৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে জাঁক জমক পূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল প্রদ্যুৎ স্মৃতি ভবনে।

আলো, রঙিন সাজসজ্জা ও উৎসবের আবহে গোটা প্রেক্ষাগৃহ এদিন যেন পরিণত হয়েছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক মঞ্চে।অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণির কচিকাঁচা, শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটকের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটায়।

প্রত্যেকটি পরিবেশনায় ফুটে ওঠে শিশুদের কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার ছাপ। কচি-কাঁচাদের সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে সভাগৃহ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পশ্চিম মেদিনীপুর জেলা আদালত) তনুশ্রী দত্ত, জেলা মিশন ব্যবস্থাপনার পরিচালক ড:গোবিন্দ হালদার (এডিএম),এমকেডিএ চেয়ারম্যান-বিধায়ক দীনেন রায়,ঋষি অরবিন্দ ইনস্টিটিউট সভাপতি মিহির কুমার বারিক,শিশু বিশেষজ্ঞ ডাঃ দিব্যজ্যোতি দে,শিশু বিশেষজ্ঞ ডাঃ সুমন সাহু, ঋষি অরবিন্দ ইনস্টিটিউট সেক্রেটারি মিঠুন বারিক, স্কুলের প্রিন্সিপাল রুম্পা খাঁন, অভিভাবকবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে প্রিন্সিপাল রুম্পা খাঁন এবং স্কুলের সেক্রেটারি মৃণাল কান্তি বারিক অতিথি ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পাশাপাশি শিক্ষার্থীদের এই সুন্দর ও সফল উপস্থাপনার জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সব মিলিয়ে, দ্য ট্রি কিডস স্কুলের ১৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শিশুদের প্রতিভা বিকাশ, আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার এক অনবদ্য উদাহরণ—যা উপস্থিত সকলের মনে রয়ে গেল এক মধুর স্মৃতি হয়ে।