নিজস্ব সংবাদদাতা : বুধবার ২রা এপ্রিল সন্ধ্যা ছ'টা নাগাদ মেদিনীপুর শহরে ২ নং ওয়ার্ড বড় আস্তানা সংলগ্ন বঙ্কিমপল্লী এলাকায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে দমকল। চারিদিক ছেয়ে গিয়েছিল কালো ধোঁয়ায়। পাশাপাশি ঘরগুলোতেও আগুন লেগে যাওয়ার চিন্তায় আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ২ নং ওয়ার্ড কাউন্সিল সহ মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তবে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। সৌমেন খান বলেন, "একটি প্লাস্টিক কারখানার গোডাউন ছিল। সেখানে কোন ভাবে আগুন লেগে যায়। দমকল এসে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।