Skip to content

মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিধাননগর মাঠে বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাযাপন কর্মসূচী !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: আজ ১ জুলাই, মঙ্গলবার, ভারতরত্ন ডঃ বিধান চন্দ্র রায়ের ১৪৩ তম জন্ম ও মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটি সারা দেশে ‘ডক্টর’স ডে’ হিসেবে পালিত হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডা. রায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিধাননগর মাঠে বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাযাপন কর্মসূচী করা হয়। এলাকার বিশিষ্ট চিকিৎসকদেরকে সম্মান ও সংবর্ধনা দেওয়া হয়,ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী প্রদীপ প্রজ্জলন ও সংগীত পরিবেশন মধ্য দিয়ে উদ্বোধন করে। এই দিন এলাকার ৮৫ জন ডাক্তারদের কে বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার মৌ রায়, মুখ্য স্বাস্থ্য অধিকারী সৌম্য শঙ্কর সারেঙ্গী, ডাক্তার টি পি ঘোষ, ডাক্তার বি বি মন্ডল, বিশিষ্ট জেলা শিক্ষক সুজিত দত্ত, সহ অ ন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মৌ রায় ও বিধাননগর রথ কমিটি ও ইউনাইটেড আথালিক ক্লাবের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান পালিত হয়।

Latest