Skip to content

মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ১৬ই শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জমতে শুরু করেছে ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে দলীয় কর্মী ও সমর্থকেরা একে একে এসে পৌঁছচ্ছেন সভাস্থলে। উৎসবমুখর পরিবেশে ক্রমশ জনসমাগম বাড়ছে কলেজ ময়দানে।

অন্যদিকে, সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে কড়া। সকাল থেকেই গোটা মাঠজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।দলীয় সূত্রের খবর, আজ ১৬ই শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ সভাস্থলে উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁকে ঘিরে সভায় কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। শহরে কলেজ- কলেজিয়েট স্কুল মাঠে জনসভা রয়েছে তাঁর। তৃণমূলের হোর্ডিং, ব্যানার, ফেস্টুনে ছয়লাপ হয়েছে সভাস্থল। শহরের ইতিউতিও। প্রচার সামগ্রীতে দলের স্লোগান লেখা, 'যতই করো হামলা, আবার জিতবে বাংলা'। 

Latest