Skip to content

মেদিনীপুর শহরে মহাতাবপুর এলাকায় দিনে দুপুরে ছিনতাই!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দিনে দুপুরে ছিনতাই। মেদিনীপুর শহরে মহাতাবপুর এলাকায় রাস্তার মাঝে চলন্ত বাস দাঁড় করিয়ে বাসের মধ্যে উঠে এক বাস যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল একদল দুষ্কৃতী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ২৩শে মে  দুপুর নাগাদ জুগনিতলা থেকে জগন্নাথমন্দির গামী একটি যাত্রী বোঝাই বাস মহাতাবপুর এলাকায় আসার সময় আগে থেকেই রাস্তার ধারে অপেক্ষাকৃত পাঁচ দুষ্কৃতি বাসটিকে দাঁড় করায় এবং সেই বাসে উঠে এক যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে চম্পট দেয়। ঘটনার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং যার ব্যাগ খোয়া গেছে সেই ব্যক্তির সম্পর্কে জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পর পুরপ্রধান সৌমেন খান জানান, দিনে দুপুরে এধরনের ঘটনা মেদিনীপুর শহরে অনভিপ্রেত। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Latest

পাঁশকুড়া থানার গোঁসাইবেড়ে চিপস চুরির অপবাদের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সাথে জড়িত সমস্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি!