Skip to content

মেদিনীপুর শহরের অলিগঞ্জ বড় মহল্লা সামাজিক সম্প্রীতির বার্তা দিতে ঈদ মিলন উৎসব আয়োজন করলো!

নিজস্ব সংবাদদাতা : বর্তমান পরিস্থিতি বিচারপূর্বক সামাজিক সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মেদিনীপুর শহরের অলিগঞ্জ বড় মহল্লা ঈদ মিলন উৎসব আয়োজন করলো। এই মহল্লা তথা ১১ নং ওয়ার্ডের ২০২৫ সালের সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের,অলিগঞ্জ মহল্লা কবর কাটা কমিটির সদস্যদের,মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সহ আধিকারিকদের,অলিগঞ্জ বড় মহল্লার প্রাক্তন মহলদারগণ সহ নতুন কমিটির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই মহল্লার পক্ষ থেকে কাশ্মীরের পহেলগাঁও এ জঙ্গি হানায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সুজয় হাজরা,১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই,১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হোসেন,মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ নওয়াজ খাঁন,সহ সম্পাদক তানবির শাহিদ,বিশিষ্ট সমাজসেবী অরুণ চৌধুরী,কাজী জিয়াউদ্দিন, দেওয়ানখানা মসজিদ এর প্রাক্তন ইমাম সাহেব কাজী জালালউদ্দিন ও বর্তমান ইমাম সাহেব মহঃ রফিক,মোয়াজ্জেম সাহেব সেক হেমায়েৎ আলি, অলিগঞ্জ মাদ্রাসার উর্দু আরবী প্রশিক্ষক সেক মহঃ মুস্তাক, অলিগঞ্জ বড় মহল্লার প্রাক্তন মহল্লাদার গোলাম মোস্তফা,বর্তমান মহল্লাদার সেক আজহার উদ্দিন ও নায়েব মহল্লাদার সেক ইমরান সহ বিভিন্ন মহল্লার মহল্লাদার,নায়েব মহল্লাদারগন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Latest