Skip to content

মেদিনীপুরে সেনকো গোল্ডের আবির্ভাব ক্লাবের সোনার মা জগদ্ধাত্রী!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুরে সেনকো গোল্ডের দেবী প্রতিমা সোনার সাজে সেজে উঠেছে ক্ষুদিরামনগরে ‘আবির্ভাব’ এর পুজোয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি ,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান, বিধায়ক দীনেন রায়,মদন মাইতি প্রমুখরা। অভিনব প্রতিমার সাজ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন মেদিনীপুরবাসী।পুজোয় দেবী প্রতিমাকে এই বছর সাজানো হয়েছে সেনকো গোল্ডের ২০ কেজি অপরূপ সোনার গয়নায়। সাবেকি চালের প্রতিমার ওপর সোনার গহনার সাজ এই বছর আবির্ভাবের পুজোর মূল আকর্ষণ। মন্ডপ তৈরি হয়েছে হস্তিনাপুরের রাজবাড়ির আদলে। জগদ্ধাত্রী পুজোয় মেদিনীপুরের দর্শনার্থীদের জন্য অভিনবত্ব হাজির করতেই পুজো কমিটির এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Latest