নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার,১৫ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৪৭ তম বর্ষের দুর্গা পূজার খুঁটি পূজোর আয়োজন করা হয়। মঙ্গলবার বিধান নগর পুজো প্রাঙ্গনে খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পাঁচ ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় , সমাজসেবী চন্ডী হাজরা সহ এলাকার বিশিষ্ট মানুষজন।এবারে মেদিনীপুর শহরের বিধান নগর পূর্ব সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৪৭ তম বর্ষের পুজোর মণ্ডপ তৈরি করা হবে রাজস্থানের জয়পুরের আলবার্ট প্রাসাদের আদলে মন্ডপ। ওই দুর্গাপূজো কমিটির অন্যতম সদস্যা পাঁচ ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় বলেন এবার পুজোর বাজেট ২০ লক্ষ টাকা। মহালয়া একদিন যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তেমনি পুজোর দিনগুলি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে। তাই মঙ্গলবার খুঁটি পূজার মধ্য দিয়ে ওই পুজো কমিটির প্রস্তুতি শুরু করা হয়েছে বলে তিনি জানান।