Skip to content

মেদিনীপুর শহরে কাশ্মীরের পেহেলগাঁও-এ সন্ত্রাসের প্রতিবাদে মোমবাতি মিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জম্মু এবং কাশ্মীর পেহেলগাঁও উপত্যকায় নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে পর্যটকদের উপর। জঙ্গিদের আক্রমণে ভূ-স্বর্গে প্রাণ হারায় প্রায় ২৬-২৭ জন মানুষ। ভারতের স্বর্গ এই কাশ্মীর, দেশ-বিদেশ থেকে পর্যটকরা সেই কাশ্মীরে বেড়াতে যায়। আর কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের জেলার শহরে হবিবপুর বড় আস্তানা এলাকার মুসলিম সম্প্রদায়িক মানুষেরা এই ঘটনার নিন্দা জানিয়ে সন্ধ্যার নামাজের পর মৌন মিছিল করল।কাশ্মীরে পেহেলগাঁওতে পর্যটকদের উপরে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা। এছাড়া হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশক করেন। কেন্দ্র সরকারের কাছে দাবিও জানান এই হামলার প্রতিটি অপরাধী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই ঘটনার কেন্দ্র সরকার উচিত শিক্ষা দেয় এই জিহাদিদেরকে।আর এরই প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে,এই দিন হবিবপুর মৃত্যু মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিলে বেরিয়ে এলাকা পরিক্রমা করে, সিপাই বাজার চকে মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলার নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানান।

Latest