Skip to content

বৃহস্পতিবার ভোরবেলায় মর্মান্তিক দুর্ঘটনার ঘটে মেদিনীপুরের বাজার গেট এলাকায়!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভোররাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎ দাউ দাউ করে আগুন লাগে সেই আগুনের তীব্র গরম থেকে পাশাপাশি বাড়ির লোকেরা বেরিয়ে পড়ে। আর সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ,৮ বছরের নাবালক শিশু তার দাদুর সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে।। পাশের মিষ্টি দোকান থেকেই শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটে ,যাতে প্রায় পাঁচ থেকে ছটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।সেই সময় পাশের বাড়ির এক শিশু তার দাদুর সঙ্গে আগুন দেখতে আসে। দোকান থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল সে। সেই সময় দোকানে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের কিছু অংশ ছিটকে শিশুটির পেটে লাগে। তখনই নাড়িভুড়ি বেরিয়ে বেরিয়ে আসে। ঘটনাস্থলে, তড়িঘড়ি করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত নাবালকের নাম প্রভাস রানা, বয়স ৮ । বাবার নাম স্বপন রানা,পেশায় টোটো চালক, মা, বর্ণালী সিংহ রানা। শিশুটি রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা যায়। ঘটনাস্থলে আসেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান ঘুরে দেখেন দুর্ঘটনায় স্থান ,পরিবারের পাশে থাকার আশ্বাস ও দেন। তবে এই দুর্ঘটনা সত্যিকারের মর্মান্তিক দুর্ঘটনা বলে জানান। আর এই নাবালক শিশু মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মেদিনীপুর শহর জুড়ে। আর মৃত্যুতে ভেঙে পড়ে ওই শিশুর ঠাকুমা ও পরিবারের লোকজন। মেদিনীপুরের বাজার গেট বিশাল বাজার। কিন্তু সেখানে অধিকাংশ অস্থায়ী দোকান পলিথিন দিয়ে তৈরি।

Latest