পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর শহরকে আলোকিত করা হবে গ্রীন সিটি মিশনে: পৌরপ্রধান জেলা শহর মেদিনীপুরকে সাজিয়ে তোলা হবে LED লাইটের মাধ্যমে। শহরের সমস্ত রাস্তায় প্রতিটি পোস্টে LED লাইট লাগানো হবে। শহরজুড়ে ১২০ ওয়াটের ২৫টি লো-মাস্ট লাইট লাগানো হবে। এছাড়াও, প্রতিটি পোস্টেই ৪৫ ও ৬০ ওয়াটের LED লাইট লাগানো হবে। সরিয়ে ফেলা হবে সমস্ত ভ্যাপার লাইট ও বাল্ব। গ্রীন সিটি মিশন প্রকল্পে মেদিনীপুর শহরকে আলোকিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য ১ কোটি ৪৯ লক্ষ টাকা অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন পৌরপ্রধান। তিনি এও জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। স্বয়ং জেলাশাসকের তদারকিতে এবং পৌরসভার তৎপরতায় দ্রুততার সঙ্গে এই কাজ চলছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। শহরের রাস্তায় এলইডি পথবাতি, প্রধান রাস্তার মোড়্গুলিতে ‘ওয়াই-ফাই’ চালু, পুরসভা ভবন-সহ বিভিন্ন বাজার ও মার্কেট কমপ্লেক্সে সিসি ক্যামেরা বসানোর উপরও জোর দেওয়া হবে।