Skip to content

মেদিনীপুর শহরে ইফতার রমজান উল মোবারকের ২৫তম রোজা উপলক্ষে একটি ইফতার পার্টি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রতিবছরের মতো এ বছরও সর্বধর্ম ব্যবস্থাপনায় মির্জা-মহল্লা মেলা ময়দানে দাওয়াত এ ইফতার রমজান উল মোবারকের ২৫তম রোজা উপলক্ষে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় মির্জা বাজার মেদিনীপুর শহরবাসী মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে লোকসভার প্রার্থী জুন মালিয়া উপস্থিতিতে একত্রিত হয়ে সবাই ইফতার করেন। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়া, আনন্দ চক্রবর্তী পুরোহিত , মাওলানা আজহার আলী, স্বামী মিলনানানন্দ মহারাজ , পৌর প্রধান সৌমেন খান, উপ পৌর প্রধান অনিমা সাহা, ফাদার ভিনসেন্ট লোবো নির্মল হৃদয় আশ্রম,, আব্দুল ওয়াহেদ সহ কাউন্সিলরা।

Latest