সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের কুইকোটা এলাকায় গুরুত্বপূর্ণ শহর প্রবেশ রাস্তা সম্প্রসারণের কাজ চলার ফলে বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে জর্জরিত হয়ে পড়েছে। যার জেরে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন ধরে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কুইকোটা এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই রাস্তা মেদিনীপুর শহরে প্রবেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ পথ হওয়া সত্ত্বেও তার রক্ষণাবেক্ষণে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। অবরোধের জেরে কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দ্রুত সেখানে হাজির হন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার মিতালী ব্যানার্জি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা দ্রুত রাস্তা মেরামত ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা এবং স্বাভাবিক হয় যান চলাচল।