পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার ২৪শে নভেম্বর সকালে মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমে লাগুয়া তিনতলা লজে আচমকাই আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লজটির ছাদের উপরে ফেলে রাখা ফাঁকা বস্তুর স্তূপে হঠাৎ অজ্ঞাত কারণে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।

মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া উড়ে গেলে আতঙ্ক তৈরি হয় আশপাশে। খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও, তাদের পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে এসে অসাধারণ তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তাঁদের দ্রুত উদ্যোগে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও, ছাদে রাখা জিনিসপত্রের স্তূপে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করছে প্রশাসন।