Skip to content

মেদিনীপুরের রাস্তায় আগুন জ্বালালেন শিক্ষক-শিক্ষিকারা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবারের পর আজ শনিবার আবার রাস্তায় নামল চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৫০০ এর মতো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন । তাদের মধ্যেই বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে এদিন প্রতিবাদে রাস্তায় নামল। মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা একত্রিত হন । আর তারপরেই রিংরোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সামিল হয়েছেন চাকরি হারা শিক্ষকেরা। মানববন্ধনের মধ্য দিয়েই রাস্তা অবরোধ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। আগামী ৭ তারিখ মুখ্যমন্ত্রীর বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা । রাজ্য সরকার যদি এই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের স্ব সম্মানে চাকরিতে পুনর্বহাল না করেন তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Latest