নিজস্ব প্রতিবেদন : ১২ জানুয়ারি রবিবার দেশজুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস। মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে মেদিনীপুর শহরের জুগনী তলার মাঠে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শহরের পরিচিত চারটি ক্লাব নিয়ে আয়োজন করা হয়েছিল নকআউট ফুটবল প্রতিযোগিতার। খেলাটি হয় মেদিনীপুর শহরের জুগনী তলার মাঠে। উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ শ্রীমতি জুন মালিয়া, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ড. বিবেকানন্দ চক্রবর্তী,নির্মাল্য চক্রবর্তী, সন্দীপ সিংহ,অসিত পাল, বিশ্বজিৎ চক্রবর্তী , আবির আগরওয়াল,সংগীতা,সুসময় মুখার্জী প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবীর আগরওয়াল বলেন "বর্তমান সমাজের বেশিরভাগ ছেলে মেয়েরা মোবাইল গেমের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে। এর ফলে অল্প বয়সে তাদের নানা রকম শারীরিক ও মানসিক সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে। এই অবস্থায় তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকটি চিন্তাভাবনা করে বর্তমান প্রজন্মকে মাঠমুখী করার উদ্দেশ্য নিয়ে আমরা এই খেলাটি করি তাতে শহরের স্বনামধন্য কিছু ফুটবল ক্যাম্প অংশগ্রহণ করেন।" অংশগ্রহণ কারি দল গুলিকে ধন্যবাদ জানান জুন মালিয়া। এ ধরনের অনুষ্ঠান যুব সমাজের শক্তি, সম্ভাবনা এবং সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানোর এক মঞ্চ। যুব সমাজের উদ্যম ও উদ্ভাবনী চেতনা ভবিষ্যতের পথে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করেন সাংসদ জুন মালিয়া।