পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের মেদিনীপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন । সোমবার দুপুর নাগাদ শালবনীতে জিন্দাল গোষ্ঠীর ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন। এই প্রকল্পের জন্য জিন্দালরা খরচ করছেন ১৬ হাজার কোটিরও বেশি টাকা। জিন্দাল গোষ্ঠী অনেক গুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল, পার্থ জিন্দালরা। উদ্বোধন পর্ব সেরে বিকেল নাগাদ হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজের মাঠে এসে পৌঁছান। সরাসরি সার্কেট হাউজে চলে যান। সার্কেট হাউজে ঢুকার আগেই মুখ্যমন্ত্রী দেখে সকলেই দিদি দিদি বলে আওয়াজ দেন। মুখ্যমন্ত্রী কনভয় থেকে নেমে পড়ে তাদের সঙ্গে জনসংযোগ করেন ।

তারপর পায়ে হেঁটে সার্কিট হাউস এর মধ্যে প্রবেশ করে। রাতে সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর দফাই দফায় বৈঠক করবেন। আগামীকাল ২২ এপ্রিল মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান থেকে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি বিভিন্ন উপভোক্তাদের সরকারি সাহায্যও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার কথা। মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ফিরে যাবেন কলকাতায়।