Skip to content

মেদিনীপুর শহর ইডলির দোকান বসতে দেওয়া নিয়ে চরম বিবাদ

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটি এলাকায়। ২৪শে মে শনিবার দুপুরে ইডলির দোকান বসতে দেওয়া নিয়ে চরম বিবাদ। লটারি বিক্রেতার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন সুরজিৎ সাউ নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে সুরজিৎ সাউয়ের দোকানের সামনে দুই যুবক ইডলি নিয়ে বসতে যায়। দোকান বসাতে বাধা দেন সুরজিৎ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিবাদ হয়। রাগের বশে ওই যুবক ও তার সহযোগী পাম্প থেকে পেট্রল কিনে সুরজিতের অলক্ষ্যে তাঁর গায়ে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে গত দুদিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর।

এরপর পুলিশের মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে। অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পর রাগের বসে আজ দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দুজন। অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুজনকে আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। আক্রান্তের তরফে এখনো লিখিত অভিযোগ না জানানো হলেও স্বতপ্রণোদিত হয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হতে পারে কলকাতায়, খবর হাসপাতাল সূত্র।

Latest