Skip to content

ICSE পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দেশের মধ্যে দ্বিতীয় মেদিনীপুরের দুই কন্যা!

নিজস্ব সংবাদদাতা :  সর্বভারতীয় ICSE মেধাতালিকায় পরীক্ষায় সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। দ্বিতীয় স্থানে দু'জন, পঞ্চম স্থানে একজন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের স্কুলে থেকে । বুধবার প্রকাশিত ICSE-তে নজরকাড়া সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। স্কুলের প্রিন্সিপাল চন্দা মজুমদার জানিয়েছেন, ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে ICSE-র সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আদৃতা মাহাত এবং সৃজিতা মণ্ডল। ৪৯৬ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে প্রবাহনীল দাস। আদৃতার বাড়ি মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায়। বাবা প্রণবেশ মাহাত পেশায় স্কুল শিক্ষক। মা অসীমা মাহাত গৃহবধূ। আদৃতা ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, ফিজিক্সে ১০০, বায়োলজিতে ১০০, কেমিস্ট্রিতে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ পেয়েছে।অন্যদিকে, মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা তাদের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই সর্বাধিক কৃতিত্ব দিয়েছে। আর প্রিন্সিপাল বলেন, "ওরা সবকিছুতেই পারদর্শী। স্কুলের যেকোন অনুষ্ঠানেই ওরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গত বছর আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী (গোল্ডেন জুবিলী) অনুষ্ঠান উপলক্ষে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান বা এক্টিভিটি লেগেই থাকতো। ওরা সবেতেই অংশ নিয়েছে। তার সাথে সাথে নিজেদের পড়াশোনাও চালিয়ে গিয়েছে।" বিদ্যাসাগর শিশু নিকেতনের সার্বিক ফলাফল নিয়েও উচ্ছ্বসিত তিনি। ICSE (দশম)-তে ৪ জন ছাত্রছাত্রী (আদৃতা, সৃজিতা, প্রবাহনীল এবং অদ্বিতীয়া মণ্ডল) ৯৯ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছেন তিনি। ৯৭ শতাংশ থেকে ৯৮.৯ শতাংশের মধ্যে পেয়েছে ২২ জন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মোট ৮৮ জন ছাত্রছাত্রী। ISC (দ্বাদশ)-তে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩৬ জন পড়ুয়া। সর্বোচ্চ ৯৮.৫ শতাংশ নম্বর (হিউম্যানিটিস/কলা বিভাগ) পেয়েছে ঋদ্ধি চক্রবর্তী। বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর (৯৮.২৫ শতাংশ) পেয়েছে অন্বেষা মন্ডল। মেদিনীপুর শহরের শরৎপল্লির বাসিন্দা সৃজিতা মণ্ডলও ৪৯৯ নম্বর পেয়েছে। পদার্থবিজ্ঞান তার প্রিয় বিষয়। ভবিষ্যতে গবেষণা করতে চায়। বাবা রাজীব মণ্ডল ও মা রানু ভুঁইয়া মণ্ডল দু’জনেই শিক্ষক। 

Latest