পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে মঙ্গলবার বিকেলে হঠাৎই আগুন লাগায় মুহূর্তে উত্তেজনা ছড়ায় স্কুলজুড়ে। বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে থাকা মাল্টি জিম ঘর থেকেই প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়।

স্কুল ছুটির ঠিক আগেই ঘটনার সময় প্রাঙ্গণে প্রচুর ছাত্র থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও কর্মীদের তৎপরতায় দ্রুত ছাত্রদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত স্কুলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে—শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আগুনে মাল্টি জিমের বেশ কিছু সরঞ্জামের পাশাপাশি রাজ্য সরকারের সরকারি বরাদ্দের ছাত্রদের স্কুল ব্যাগ ও ইউনিফর্ম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয়, আগুন লাগার সময় জিমের ভেতরে কোনও ছাত্র বা কর্মী না থাকায় কেউ আহত হয়নি। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে, কিভাবে এই আগুন লেগেছে। ঘটনার আকস্মিকতা আতঙ্ক তৈরি করলেও দ্রুত দমকল ও স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।