পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সমাজ গড়ার কারিগর হলো ছাত্র সমাজ। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় ছাত্র -ছাত্রীরা। আর শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।এই সমাজকে মনের সব সংশয়, সন্দেহ,অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখাবে নুতন ছাত্র সমাজI পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদারর্স লাইভস ফাউন্ডেশনের পক্ষ থেকে বেলদা খুলিয়া প্রাথমিক বিদ্যালযের ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে এসে আনন্দ ভাগ করে নেন।

পশ্চিম মেদিনীপুর বেলদা খুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০জন মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা ব্যাগ পেন্সিল সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। তারসঙ্গে রাখি উৎসব পালন করা হয়। এছাড়া স্কুল চত্বরে বৃক্ষরোপন করা হয় মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদারর্স লাইভস ফাউন্ডেশন WOLF পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদার্স লাইভস ফাউন্ডেশনের সভাপতি - অভিজিৎ সামন্ত ,আইনজীবী। সম্পাদক- দেব কুমার দাস,বেলদা কলেজ অধ্যাপক অংশুমান দাস চৌধুরী, সুমন মন্ডল, সৌনিক মান্না ,সোনালী সামন্ত , সীমা দাস, দেবরাজ টুডু,নিবেদিতা পাত্র, সৈকত সামন্ত, মৌসুমী সমাদ্দার মন্ডল, মৃন্ময় দেবনাথ, অর্ণব দাস পট্টনায়ক, অনুপম জানা। অভিজিৎ সামন্ত বলেন শুধু রাজ্য সরকার সমস্ত স্কুলে বই খাতা ব্যাগ স্কুল ড্রেস দিচ্ছেন, শুধু সরকার দিলে হবে না বিভিন্ন সংস্থা ,ক্লাব গুলোকে এগিয়ে আসতে হবে এই উজ্জ্বল ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের পাশে, তারাই ভবিষ্যতে স্বপ্নের বাংলায় গড়ে তুলবে। মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদারর্স লাইভস ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন কর্মসূচি করে থাকে তারই এই একটি আজকে ছোট্ট কর্মসূচি।