Skip to content

মেদিনীপুর কোতোয়ালী মহিলা থানার ওসি সাথী বারিক!

নিজস্ব সংবাদদাতা :  জেলা পুলিশের পক্ষ থেকে সাথী বারিক সহ ৪২ জন এসআই, এএসআই পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার। তবে সাথী বারিকের বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন পড়ুয়াদের থানার অভ্যন্তরে মারধরের ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন, মহিলা থানাকে পুনর্গঠন করতে হবে, না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩ মার্চ ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে পিকেটিং করা ছাত্র সংগঠন ডিএসও এবং এসএফআই মহিলা কর্মীদের মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছিল মহিলা থানার বিরুদ্ধে। অভিযোগ, থানার ওসি সাথী বারিক ওই পড়ুয়াদের জ্বলন্ত মোমবাতি দিয়ে ছেঁকা দেন। নির্যাতন করে হুমকি দেন বলেও অভিযোগ। মেদিনীপুর মহিলা থানার নতুন ওসি করা হয়েছে সায়ন্তনী মণ্ডল চট্টোপাধ্যায়কে।

Latest