Skip to content

প্রকাশিত হলো অভিনন্দন মুখোপাধ্যায়ের 'র গল্প সংকলন 'জন্মের নিকটে আছি'!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েথ সভাকক্ষে বহু গুণীজনের উপস্থিতিতে প্রকাশিত হলো তরুণ কবি ও গদ্যকার অভিনন্দন মুখোপাধ্যায়ের 'র গল্প সংকলন 'জন্মের নিকটে আছি'। অন্যান্য অতিথিবৃন্দের সাথে একযোগে গ্রন্থটি প্রকাশ করলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সন্মাত্রানন্দ। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মৌমিতা মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সিনেমা সমালোচক সিদ্ধার্থ সাঁতরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বিতান চক্রবর্তী, প্রকাশক শুদ্রক উপাধ্যায়, বিশিষ্ট সাহিত্য অনুরাগী চন্দন বসু, বিশিষ্ট সাহিত্যিক সুমন মহান্তি,বিশিষ্ট লেখিকা রোশেনারা খান, সাহিত্যিক ডাঃ বিমল গুড়িয়া, কবি অচিন্ত্য নন্দী, কবি দেবাশীষ গোস্বামী, গল্পকার অনামিকা তেওয়ারী, কবি রাজেশ্বরী ষড়ঙ্গী, কবি তনুশ্রী ভট্টাচাৰ্য, কবি নিসর্গ নির্যাস মাহাত, কবি আকাশ রায়, কবি ও শিল্পী মঙ্গল হাজরা,কবি রোহন নাম্বিয়ার, অধ্যাপক সৌম্যদীপ চক্রবর্তী, সমাজসেবী তাপস সিনহা, প্রধান শিক্ষক ও কবি ড.প্রসূন কুমার পড়িয়া, প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী অমিতেশ চৌধুরী, প্রাবন্ধিক ও সমাজসেবী সুদীপ কুমার খাঁড়া, পরিবেশকর্মী মনিকাঞ্চন রায়, চিত্রশিল্পী নরসিংহ দাস,বন্যপ্রাণ প্রেমী রাকেশ সিংহ দেব সহ বহু গুণীজন। প্রকাশিত গদ্য গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে বিশেষভাবে আলোচনা করেন কথাসাহিত্যিক সন্মাত্রানন্দ ও কথাসাহিত্যিক বিতান চক্রবর্তী। এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ অভিনন্দন মুখোপাধ্যায়ে সাহিত্যচর্চার বিষয়ে আলোচনা করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখিকা ও বাচিক শিল্পী আগমনী কর মিশ্র। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কবি ও লেখক অভিনন্দন মুখোপাধ্যায।