নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের আধিকারিকরা এলাকায় যক্ষ্মা (টিবি) রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হলো । পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাকক্ষে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তির পদতলে যক্ষ্মারোগের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে যক্ষ্মারোগীর পরিবারের সদস্যদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারেঙ্গি,জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী সহ অন্যান্যরা।

এই ধরনের কর্মসূচি চলছে সুষম পুষ্টিকর খাদ্যের মধ্যে ভালো চাল ডাল আলু সোয়াবিন সরিষা তেল পুষ্টিকর খাদ্য সারা মাসের জন্য ক্যাম্পের মাধ্যমে তুলে দেওয়া হয়। আজ আক্রান্ত রোগীদের পরিবারের হাতে সেই সুষম খাদ্য তুলে দেওয়া হয়। এই ধরনের সারা রাজ্যের যদি সবাই এগিয়ে আসেন তাহলে আক্রান্ত রোগীর পরিবার ও রোগীদের আরো অনেক ভালো হবে বলে জানা যায়।