Skip to content

ঈদ উপলক্ষ্যে মেদিনীপুর শহরের বিশেষ আনন্দ অনুষ্ঠান!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। তার ওপর এটি যদি হয়, ঈদ-উল- ফিতর তবে তো আর কথাই নেই। আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। কারণ দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। ঈদ- উল- ফিতর হলো একটি মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব।তবুও জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ ঈদের এই আনন্দে সামিল হয়। সবার মুখে আনন্দের হাসি। সকল দুঃখ-কষ্ট ভুলে অন্তত ঈদের দিনে যে যার সাধ্য মতো খুশিতে মেতে উঠে। তবে সবচেয়ে বেশী খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি শিশুর মুখে। এ যেন বাঁধ ভাঙা হাসির মেলা। তারা ঈদের নতুন জামা-কাপড় পড়ে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেমন ফুলের মতো ঘুরে বেড়ায়, দেখেই মনটা আনন্দে ভরে যায়। আর ভাল লাগে, ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। সারা দেশের সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরেও ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য এক অন্যপন্থা অবলম্বন করে শহর তৃণমূল যুব কংগ্রেস। যার মূল উদ্যোক্তা ছিল আবীর আগরওয়াল (সাহেব )যিনি শহর তৃণমূল যুবর সহ - সভাপতি। মূলত পথ চলতি সাধারণ মানুষ মিষ্টিমুখ ও পানীয় দ্রব্য বিতরণ করল এবং ছোট ছোট শিশুদের জন্য ছিল চকলেটের উপহার নিয়ে হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী,মেদিনীপুর পৌরসভার কাউন্সিলার সৌরভ বসু, সীমা ভকত প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূলের অন্যতম নেতৃত্ববৃন্দ।

Latest