Skip to content

নেতাজির জন্ম দিবসকে সামনে রেখে মেদিনীপুর থেকে পুরুলিয়া সাইকেল যাত্রা !

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রবিবার সকালে মেদিনীপুর শহরের গান্ধীমূর্তির পাদদেশ থেকে বিশিষ্ট সমাজকর্মী অশোক কুমার মুখার্জির উদ্যোগে, আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপেড ওয়েলফেয়ার সোসাইটির পরিচানায় ও মেদিনীপুর রিহ্যাবিলেতটেশন সেন্টার ফর ফর চিলড্রেনের (MRCC) সহযোগিতায় শুরু হলো এক বর্ণাঢ্য সাইকেল যাত্রা।


বিশেষ চাহিদা সম্পন্ন সম্পদ কর্মী সাইকেল যাত্রী গৌতম দে ও শিবপ্রসাদ মিশ্র জানালেন নেতাজির ১২৮ তম জন্ম জয়ন্তীতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ও পরিবেশ সচেনতার লক্ষ্যে আয়োজিত এই সাইকেল যাত্রা ২৮ তম বর্ষে পড়লো।নেতাজি ও গান্ধিজির মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে সাইকেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়
অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অশোক কুমার মুখার্জী , শিক্ষক চিত্তরঞ্জন মুখার্জী , নন্দদুলাল ভট্টাচার্য্য ,অনাদি জানা , সৌমেন ঘোষ , অমিত কুমার সাহু ,উত্তম মান্না ,শ্যামল মণ্ডল ,অধ্যাপক ড۔ সুশান্ত দে প্রমুখ lসাইকেল যাত্রী প্রশান্ত সিং , গৌরী শঙ্কর পান ,জয়দেব মিশ্র , বিশ্বজিৎ বেরা প্রমুখরা পুলিশ প্রশাসনের সুরক্ষা বেষ্টনীতে ও পাইলট কারের মাধ্যমে রওয়ানা দেন পুরুলিয়ার উদ্দেশ্যে ।এই সাইকেল যাত্রা মেদিনীপুর থেকে বাঁকুড়া হয়ে আগামী ২৩ শে জানুয়ারি পুরুলিয়া পৌঁছবে।

Latest