Skip to content

পৌরসভার সংলগ্ন রাস্তায় বড়সড় অভিযান হল মেদিনীপুর পৌরসভার তরফ থেকে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার ভর দুপুরে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার এবং পৌরসভার সংলগ্ন রাস্তায় কোতোয়ালি বাজারের সামনের রাস্তার বড়সড় অভিযান হল পৌরসভার তরফ থেকে। ব্যবসায়ীদের সবজির ঝুড়ি তুলে নিয়ে চলে গেলেন পৌরসভার আধিকারিকরা, পৌরসভার মধ্যে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদনীপুর পৌরসভা সংলগ্ন কোতওয়ালি বাজারের সামনে। ব্যবসায়ীদের অভিযোগ তারা ১৪ থেকে ১৫ বছর কোনদিন কিছু বলা হয়নি। হঠাৎ করেই আজ কোন সময় না দিয়ে পৌরসভার আধিকারিকরা জোর করে সবজি ঝুড়ি নিয়ে চলে যায়। এই বিষয়ে পৌর প্রধান সৌমেন খান বলেন গোটা কোতোয়ালি বাজার ফাঁকা পড়ে রয়েছে। বাজারে না বসে বাজারে সামনে ব্যস্ততম রাস্তার উপর দিনের পর দিন বসে ব্যবসা করছে। ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এই রাস্তার পাশে একাধিক স্কুল, ব্যাংক, থানা, এবং পৌরসভার রয়েছে। বারবার পৌরসভার চরফে বলার পরেও ভ্রুক্ষেপ করেনি ওই সবজি ব্যবসায়ীরা। এর আগেও অভিযান চালানো হয়েছিল সতর্ক করে দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের কে। তাতে কোন কাজ হয়নি তাই আজ বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয়েছে পৌরসভা থেকে।

Latest