Skip to content

মিগজাউমের প্রভাবে বাংলায় দুর্যোগ ?

1 min read

দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ( Cyclone Michaung News Live )। শীতের আমেজ থমকে গিয়েছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে। পুরোপুরি মেঘলা আকাশই থাকবে আগামী সপ্তাহের শুরু থেকে , এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলাতে। কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় Michaung? নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৪৫০ কিলোমিটার চেন্নাই থেকে এবং ৬৭০ কিলোমিটার মাছলি পাটনাম থেকে দূরে। এই সিস্টেমটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় এটি সাইক্লোন ঝড়ে পরিণত হবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের উপরে আসবে এই সিস্টেমটি। তামিলনাড়ু এবং অন্ধ উপকূলের কাছে আগামী ৪ তারিখ আসবে । তারপরে এই সিস্টেমটি এভাবে ই এগোবে। আগামী পাঁচ তারিখ সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নীল্লর আর মাছলি পাটনাম এর মাঝে হিট করবে । সেই সময় এর গতিবেগ থাকবে ৮০ থেকে ৯০ গাস্টিং ১০০ কিমি। কতটা প্রভাব এ রাজ্যে ? এই সাইক্লোনের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে নেই বলেই মনে করছেন আবহবিদরা। এর ফলে উত্তর ও উত্তর পূর্ব ও পূর্ব দিক থেকে বাতাস বইবে। এই হাওয়া দিয়েই ঢুকবে জলীয়বাষ্প। মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে। তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে । সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। সিস্টেমটি যখন পুরো শেষ হয়ে যাবে, ৯ থেকে ১২ তারিখ , তাপমাত্রা আবার কমতে শুরু করবে। ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন নেই বলেই মনে করা হচ্ছে। ৬ এবং ৭ ডিসেম্বর দক্ষিণবঙ্গের উপকূলের জেলা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ৯ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রাও কমতে শুরু করবে।

Latest