Skip to content

মিজোরামে রেল সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ জন!

নিজস্ব প্রতিবেদন : মিজোরাম রেলসেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। এরই সকলেই শ্রমিক। নির্মীয়মান সেতুতে তারা কাজ করছিলেন। বুধবার সকাল ১০টা নাগাদ মিজোরামের সাইরাং এলাকায় ঘটনাটি ঘটেছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। ঘটনাস্থলে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রের জানা যায়, আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাংয়ে এদিন রেলসেতু নির্মাণের কাজ চলছিল কাজ করছিলেন প্রায় ৫০ জনের মতো শ্রমিক। সকাল ১০টা নাগাদ আচমকাই সেতুটি ভেঙে পড়ে। শ্রমিক সহ নিয়ে সেতুর বিমগুলো নীচে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মিজোরামের পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ জারি চলছে।প্রধানমন্ত্রীর আজ এক টুইট বার্তার মাধ্যমে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, 'মিজোরামে সেতু দুর্ঘটনায় মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।'

Latest