Skip to content

মন্দিরের উপরে থাকা মূর্তি ভেঙে মৃত্যু হল এক শিশুর!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে অল্পবিস্তর ঝড় এবং বৃষ্টি।ভগবানপুর-২ ব্লকের পূর্বচক গ্রামে ভীম একাদশীতে কালী পুজো এবং গ্রামীণ মেলার সূচনা হয়েছিল মঙ্গলবার রাতে। এলাকায় ছিল আনন্দের আবহ। সন্ধ্যায় ওই এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ওই সময় ভীম একাদশীর পুজোর বাতাসা হরির লুট করা হচ্ছিল। সেই বাতাসা কুড়োতে পাশের কালী মন্দিরের দাওয়ায় বছর দেড়কের শিশুকে বসিয়ে রেখেছিলেন এক মহিলা। সে সময় হঠাৎই ঝড়ের চোটে কালী মন্দিরের উপরের একটি সিংহ মূর্তি ভেঙে নীচে পড়ে যায়। আর সেই সিংহ মূর্তির ভাঙা অংশ ছিটকে এসে লাগে শিশুটির শরীরে। আঘাতে শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শিশুটি পূর্ব চক গ্রামেরই বাসিন্দা। তাকে স্থানীয় মুগবেড়িয়া চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক শিশুটিতে মৃত ঘোষণা করেন।ওই কালী মন্দিরটি মাত্র ৩০ বছরের পুরনো। সেই মন্দিরের মূর্তি ভাঙায় হতবম্ভ তাঁরা। শিশুর মৃত্যুতে আনন্দ উৎসবের মুহূর্তে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।

Latest