Skip to content

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি নিয়ে কড়া পদক্ষেপ নিল শাসকদল!

পূর্ব মেদিনীপুর  নিজস্ব প্রতিবেদন :  বনদফতরের মহিলা আধিকারিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। সেই জল গড়াল প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত। সূত্রের খবর, অখিলের আচরণে ক্ষুব্ধ প্রশাসনের শীর্ষ স্তর। জানা যাচ্ছে, অখিলের মন্তব্যে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে অখিলের ইস্তফা চায় দল। মহিলা আধিকারিককে হুমকির ইস্যুতে নড়েচড়ে বসেছে দল।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই ঘটনায় দলকে করা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন । তারপরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজে টেলিফোনে কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে কথা বলেন । সরাসরি তাঁকে ওই মহিলা ফরেস্ট আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন । তৃণমূল সূত্রে আরও খবর, একই সঙ্গে রামনগরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরিকে পদত্যাগপত্র দলের কাছে পাঠাতে বলা হয়েছে ।

দলীয় সূত্রের খবর, দলের পদে থেকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তার পরিণাম কী হতে পারে, সম্ভবত তার বড় উদাহরণ হয়ে থেকে যেতে পারেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তাজপুরের ওই ঘটনা দেখার প্রায় সঙ্গে সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলের প্রত্যেক মুখপাত্রকে মোবাইলে এসএমএস করে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, কেউ যেন অখিল গিরির পক্ষ নিয়ে কথা না বলেন অর্থাৎ অখিল যে কর্মকাণ্ড ঘটিয়েছেন তাতে তাঁকে দলের কোনওস্তরের কোনও নেতা যেন প্রশ্রয় না দেন, সেটাই স্পষ্ট করা হয়েছে।

Latest