Skip to content

মিঠু মসজিদ নিকটে কর্কচপুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের লক্ষ্য!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হবিবপুর ,মিঠু মসজিদ নিকটে কর্কচপুকুরটি দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছিল। যার জেরে আতঙ্কিত হয়ে বাড়িতে থাকতো এলাকাবাসীরা। কর্কচ পুকুরটির মালিক মৃত লতিফ উদ্দিন ছেলে নাসির উদ্দিন বর্তমানে পুকুরের মালিক।এলাকাবাসী পুকুরটি সংস্কারের আবেদন করলেও সংস্কার করেন না।, এলাকাবাসীরা -এই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে পুকুর সংস্কারের কথা লিখিত ভাবে জানানো হয়েছে। জানানো হলেও হয়নি পুকুর সংস্কার। যার জেরে কর্কচ পুকুর থেকে বিষধর পোকামাকড় এবং সাপের উপদ্রব। এছাড়া বাইরে থেকে মৃত - কুকুর, বিড়াল ও নোংরা আবর্জনা এই পুকুরে ফেলে ভর্তি করে দিচ্ছিল। যার ফলে ডেঙ্গুর আতঙ্কে ছিল এলাকাবাসীর । বহু বছর পর মেদিনীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হবিবপুর, মিঠু মসজিদ নিকটে কর্কচ পুকুরটির স্থানীয় কাউন্সিলার অনিমা সাহার প্রচেষ্টায় কাজ শুরু করলো মেদিনীপুর পৌরসভা। কাউন্সিলার অনিমা সাহা জানান এলাকার এই পুকুরটি বহু বছর থেকে সংস্কার না হওয়ার জন্য এলাকাবাসী বিষাক্ত পোকামাকড় সাপের উপদ্রব আতঙ্কে দিন কাটাত। মেদিনীপুর পৌরসভা উদ্যোগে এই পুকুর সংস্কারের কাজ চলবে বেশ কয়েকদিন ধরে। এলাকার এই নোংরা কর্কচ পুকুরটি পরিষ্কার হওয়ার স্থানীয় বাসিন্দারা খুশি ।

Latest