Skip to content

বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য বারাণসীতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকার দশাশ্বমেধ ঘাটে প্রার্থনার মাধ্যমে তাঁর দিন শুরু করেন, এরপর তিনি কালভৈরব মন্দির পরিদর্শন করেন। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে বারাণসী আসনে ভোট হবে।ঠিক সকাল ১১.৪০ মিনিটে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে সোমবার নিজের কেন্দ্রে জমজমাট রোড শো করেন তিনি।মনোনয়ন জমা করার আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেটি আসলে বারাণসী কেন্দ্রে তাঁর রিপোর্ট কার্ড। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মোদী। সেই সময় থেকে এখনও পর্যন্ত বারাণসীর উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। 

May be an image of 11 people and text

Latest