Skip to content

সবুজ-মেরুন ‘মোহনবাগান দিবস’,ইতিহাসে গর্বের আরেক দিন!

নিজস্ব সংবাদদাতা : ২৯ শে জুলাই ‘মোহনবাগান দিবস’। ইতিহাসে গর্বের আরেক দিন, খালি পায়ে ইংরেজ হারানোর দিন। সকাল থেকেই "মোহনবাগান দিবস" নিয়ে মেতে উঠেছিলেন ক্লাব সমর্থকেরা। ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন পর্ব। দুপুরে ক্লাবের মাঠে ছিল প্রাক্তনীদের ফুটবল ম্যাচ। সন্ধ্যায় সৌমেন্দ্র-সুরজিতের সঙ্গীতানুষ্ঠান নেতাজি ইন্ডোরে। উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ক্লাব সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ,মনোজ তেওয়ারি,বাবুল সুপ্রিয় ছিলেন হাজার হাজার সমর্থক। মঞ্চে ছিলেন মোহনবাগানের ‘অমর একাদশ’-এর পরিবারবর্গ। এসেছিলেন ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডানের কর্মকর্তারাও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হল বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের।

মোহনবাগান রত্ন টুটু বোস।

মোহনবাগান রত্ন: স্বপনসাধন বোস (টুটু বোস)
সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য (দুজনেই মরণোত্তর)
সেরা সমর্থক: রিপন মণ্ডল
সেরা ক্রীড়া সংগঠক: কমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব)
সেরা রেফারি: মিলন দত্ত
সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়
সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা
সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস
সেরা ফরওয়ার্ড: জেমি ম্যাকলারেন
সেরা ফুটবলার: আপুইয়া
সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খাইরা
জীবনকৃতি: রাজু মুখোপাধ্যায়

Latest