কলকাতা, নিজস্ব সংবাদাতা: শনিবার যুবভারতীতে আইএসএলের আর এক অন্যতম ডার্বিতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই প্রথম পাঁচ মিনিট মহমেডানের মধ্যে আগ্রাসন নীতি তে খেলছিল। কিন্তু হটাৎ ছন্দ পতন। প্রথমার্ধেই খেল তিনটি গোল। আর ঘুরে দাঁড়াতে পারলো না। মহমেডান স্পোর্টিং প্রথম দুই ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স করে এমনকি আগের ম্যাচে চেন্নাইয়িন এফসির মতো টিমকেকে হারায়। তাই মহমেডানকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। অপরদিকে মোহনবাগান পুরো খেলা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখালো নিজের আধিপত্য। ঠিকঠাক সুযোগ গুলি কাজে লাগাতে পারলে মোহনবাগান ম্যাচটা বড় ব্যবধানে শেষ করতে পারত। এ দিনই মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন প্রথম গোল করলেন। অপর গোল দুটির একটি স্টুয়ার্ট ও একটি শুভাশিস বসুর। আপাতত পয়েন্ট তালিকায় দশ থেকে চারে মোহনবাগান।