নিজস্ব প্রতিবেদন : রাজভবনে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের এক মহিলা কর্মী এই অভিযোগ করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী বানানো গল্পের সামনে মাথা নিচু করব না। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, ভগবান তাঁদের মঙ্গল করুন। কিন্তু তাঁরা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না।
