Skip to content

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার মলি ঘাঁটি এলাকা এখনো বন্যার জলে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার মলি ঘাঁটি ৭ নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে এখনো ডুবে রয়েছে বন্যার জলে, প্রায় এক কোমর জল রয়েছে ওই এলাকাগুলিতে। বন্যা কবলিত অসহায় জলবন্দী মানুষদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে ব্যর্থ সরকার। উনিশে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি সফরে আসেন পশ্চিম মেদিনীপুরে,, তিনি বন্যা কবলিতদের সরকারি সাহায্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন নেতা মন্ত্রীদেরকে। সরকারি সাহায্য ও ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছয়নি বলে জানিয়েছেন চকক্রিপান গ্রামের অধিবাসীরা। সরকারি ত্রাণ সাহায্য না পেয়ে তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছেন নির্বাচিত জন প্রতিনিধিদের উপরেও তাদের এলাকাতে এখনো পর্যন্ত কোনো নির্বাচিত জন প্রতিনিধি আসেননি বলেও ক্ষোপ প্রকাশ করেছেন। গ্রামবাসীরা বলে এই প্রথম আমাদেরকে বন্যা ত্রাণ তুলে দিতে এসেছে এক সংস্থা থেকে। ভোট আসলেই প্রতিনিধি থেকে মন্ত্রী তাদের পাশে আছে পাশে থাকার আশ্বাস দেয় ভোট চলে গেলে তাদের কথা ভুলে যায়। দেখার বিষয় এখন এই বন্যা কবলিত অসহায় জলবন্দী মানুষদের পাশে সরকারি ত্রাণ ও সাহায্য কি পৌঁছাবে। সেটাই এখন দেখার বিষয় ।

Latest