নিজস্ব সংবাদদাতা : আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি ফিভার বা বানর জ্বর। মাঙ্কি ফিভারের জেরে দক্ষিণের রাজ্যে কর্ণাটকে ইতিমধ্যেই ২ জন প্রাণ হারিয়েছেন। এমনই জানান কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঙ্কি ফিভার রোধে সচেতনতা প্রচার করা হচ্ছে। আর কেউ যাতে মাঙ্কি ফিভারে আক্রান্ত না হন, সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান দীনেশ গুন্ডু।প্রসঙ্গত জ্বরের সঙ্গে বমি এবং শরীর থেকে রক্তপাতও হতে পারে মাঙ্কি ফিভারের উপসর্গ হিসেবে। চিকমাগালুর এবং উদুপিতে মাঙ্কি ফিভারে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর মেলে।বানর জ্বরের ক্রমবর্ধমান রোগীর মধ্যে, রাজ্য স্বাস্থ্য দফতর এক বিশেষ বৈঠক করেছে। রোগের বিস্তার কীভাবে মোকাবিলা করা যায়, তার প্রস্তুতির মূল্যায়ন করা হয়েছে সেই সভায়।বানর জ্বরের যে ৫০টি পজিটিভ কেস শনাক্ত করা গিয়েছে, সেগুলির বেশিরভাগই উত্তরা কর্নাটকের জেলার। ৩৪ জন সংক্রামিতের রিপোর্ট করা হয়েছে শুধুমাত্র এই জেলা থেকেই। এছাড়া, শিবমোগা (১২) এবং চিক্কামাগালুরু (৪) জেলা থেকেও বেশ কিছু সংক্রমণের ঘটনা সামনে এসেছে।
কর্ণাটকে মাঙ্কি ফিভারের থাবা!
