Skip to content

বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে সাংসদ দেব দিনময়ী মূর্তির উন্মোচন ও বিদ্যাসাগরের ২৩ ফুট উচ্চ মূর্তিতে মাল্যদান করেন!

নিজস্ব সংবাদাতা : আজ ১৩ই শ্রাবণ বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস। আজকের এই পবিত্র দিনে পুণ্যভূমি বীরসিংহে যথাযথ মর্যাদায় বিদ্যাসাগর মহাশয়ের তিরোধান দিবস পালিত হল। বুধবার ৩০শে জুলাই সকালে একটি শোকযাত্রার আয়োজন করা হয়েছিল। বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে এই শোকযাত্রাটি বীরসিংহ গ্রাম পরিক্রমা করে। এরপর এলাকা পরিচ্ছন্ন করা হয়। সকাল ১০টায় শুরু হয় রক্তদান শিবির। মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। ঘাটাল ব্লাড ব্যাঙ্ক এই শিবিরটি করেছিলো। একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজত হয়। আয়োজন করা হয়েছিল চক্ষু পরীক্ষা শিবির। গান্ধী মিশন ট্রাস্ট এই শিবিরটি আয়োজন করেছিল বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে।

শতাধিক মানুষ মেডিক্যাল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবিরে ডাক্তার দেখাতে এসেছিলেন। এরপর আলোচনা সভা আয়োজিত হয়। দুপুরে সকলের জন্য ও সকল গ্রামবাসীর জন্য অন্নভোগের আয়োজন করা হয়েছিল। বিকালে এই অনুষ্ঠানে আসেন সাংসদ দেব ( দীপক অধিকারী) উনি বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন।

উপস্থিত ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর, গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) বিডিও সহ অনেক বিশিষ্ট ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে যোগ দেন।

বিদ্যাসাগর মহাশয়ের একটি পূর্নাবয়ব মূর্তির উন্মোচন করেন এবং বীরসিংহ দিনময়ী শিশু উদ্যানে দিনময়ী দেবীর একটি মূর্তি উন্মোচন করেন। প্রসংগত উল্লেখ্য বীরসিংহে দিনময়ী দেবীর কোনো মূর্তি ছিল না। এটিই বীরসিংহ গ্রামে দিনময়ী দেবীর প্রথম মূর্তি। এরপর সাংসদ দেব (দীপক অধিকারী) বীরসিংহে নব নির্মিত বিদ্যাসাগর শিশু উদ্যানে বৃক্ষ রোপন করেন।

বিদ্যাসাগরের ২৩ ফুট উচ্চ মূর্তিতে মাল্যদান করেন। এই মূর্তিটি জেলার মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের সবচেয়ে উঁচু মূর্তি। এই পার্কটি ৫০ বিঘা জমিতে একটি পুকুর পাড়কে ঘিরে বানানো হয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকে। সারাদিন ধরে চলা এই বিদ্যাসাগর মহাশয়ের স্মরণসভাতে আজ বহু মানুষ আসেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সকালে শোকযাত্রায় অংশগ্রহণ করেন। বীরসিংহে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহকুমা শাসক।

Latest