নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী উপকূলবর্তী গোয়ালডাঙ্গা গ্রাম রয়েছে। সেই গ্রামে রয়েছে একটি প্রাইমারি স্কুল। ১৩ই মে মঙ্গলবার বিকালে গোয়ালডাঙ্গা প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। জুন মালিয়া মেদিনীপুর বিধায়ক থাকাকালীন তহবিলের টাকায় এই শ্রেণিকক্ষে তৈরি হয়।
