Skip to content

পথ কুকুরদের জন্য আশ্রয়স্থল শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া!

নিজস্ব সংবাদদাতা : শহর থেকে গ্রাম রাস্তায় রাস্তায় কুকুরের দেখা মেলে সর্বত্রই। তাদের খাওয়াতে উদ্যোগী হন পাড়ার কোনও না কোনও বাসিন্দা। তবে সে ক্ষেত্রেও আসে অনেক বাধা। অথচ ওই ভালবেসে দেওয়া খাবারটুকুতেই বেঁচে থাকতে হয় পথ কুকুরদের। এবার তাদের জন্য তৈরি হল বিশেষ আশ্রয়স্থল। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় পথকুকুর ও অসহায় প্রাণীদের আশ্রয়স্থল তৈরির কাজের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংসদ তহবিলের টাকায় পালবাড়ি এলাকায় পথকুকুর ও অসহায় প্রাণীদের আশ্রয়স্থল তৈরি হবে। এই প্রকল্প রূপায়ণে প্রায় ২৫লক্ষ টাকা খরচ হবে।পথেঘাটে প্রায় প্রচুর এমন প্রাণীরা আছে যারা প্রায়ই অবহেলার শিকার হয়,তা যেন না হয় এই নিয়ে প্রচার চালাতে হবে বলেও জানানো হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই নিয়ে।

Latest