পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: এক সময় ছিলেন MLA এখন হয়েছেন সাংসদ। নিজের এলাকার উন্নয়নের কাজে সর্বদা এক্টিভ জুন মালিয়া। আপাতত রিপোর্ট কার্ড তাই বলে। নিজের এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে প্রায় দেখা যায় মেদিনীপুর লোকসভার সাংসদ জুনকে। শালবনির দুই অঞ্চলের মধ্যে কমপক্ষে ২০ কিলোমিটার দূরত্ব ঘোচানোর জন্য কিছুদিন আগেই দীর্ঘদিন পড়ে থাকা শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা এবং গড়মাল অঞ্চলের গোয়ালডিহির মাঝে পারাং নদীর খালের উপর কজওয়ে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কখনও আবার পথ কুকুর ও অসহায় প্রাণীদের আশ্রয়স্থল নির্মাণ করে। এবার নিজের সাংসদ তহবিলের টাকা দিয়ে মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী অঞ্চলে "কনকাবতী কমিউনিটি" হলের সম্প্রসারণের কাজ পরিদর্শনে সাংসদ জুন মালিয়া। তাঁর সাথে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর ব্লকের বিডিও। এছাড়াও ছিলেন বিভিন্ন জন প্রতিনিধিরা।

