Skip to content

৪৫ বছর ধরে রামচরিতমানস পাঠ করে আসছেন মহম্মদ ইসলাম!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  রাম যে জাতি, ধর্ম নির্বিশেষে সকলের, তা প্রমাণ করলেন মহম্মদ ইসলাম নামে উত্তর প্রদেশের এক বাসিন্দা।দেশের ধর্মনিরপেক্ষতার তুলে ধরেছেন উত্তর প্রদেশের মির্জাপুরে বাসিন্দা মহম্মদ ইসলাম নামে ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি। গত ৪৫ বছর ধরে প্রতিদিন নিয়মিত রামচরিতমানস এবং রামায়ণ পাঠ করে আসছেন। মুসলিম ধর্মগুরু হিসেবে পরিচিত ইসলাম। ধর্ম নিয়ে শিক্ষা দিতে রাজ্যের একাধিক জেলায় যাতায়াত রয়েছে তাঁর। কিন্তু এরই পাশাপাশি বহু রাজ্য গিয়েছেন রামায়ণ পাঠ করার জন্য।হিন্দুদের আরাধ্য রামের প্রতি কেন তাঁর ভক্তি, সে কথা নিজেই জানিয়েছেন ইসলাম। পাঁচ বছর আগেও অযোধ্যায় গিয়েছিলেন রামলালাকে দেখতে। তাঁর মতে, অনেক আগেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা উচিত ছিল। মন্দির উদ্বোধনের পর ফের অযোধ্যায় রামলালা দর্শনে যাবেন বলেও জানিয়েছেন মির্জাপুরের বাসিন্দা।তিনি আরও জানিয়েছেন, তাঁর বাবা ছিলেন পেশায় একজন দর্জি। ১৯ বছর থেকে বাবাকে সাহায্য করার জন্য দর্জির কাজে যু্ক্ত হয়েছিলেন। সেই সময় থেকে প্রায় রামায়ণ পাঠ যেখানে হত, সেখানে যেতেন শুনতে। এরপর আস্তে আস্তে রামের প্রতি তাঁর শ্রদ্ধা বাড়তে থাকে। এরপরেই নিয়মিত রামচরিতমানস পাঠ শুরু করেছিলেন বলে জানিয়েছেন ইসলাম।আরও জানিয়েছেন যে নিয়মিত রামচরিতমানস পাঠের পাশাপাশি, নমাজও পড়েন । দিনে পাঁচবার নমাজ পাঠ করেন। তাঁর মতে, মানুষেক স্রষ্টা একজনই। রাম ও রহিম এক। বিভিন্ন নামে মানুষ তাঁকে স্মরণ করে থাকে মাত্র। তিনি জানিয়েছেন, রামচরিতমানস পাঠের জন্য কেউ তাঁকে বাধা দেয়নি। উৎসাহিত করেছে বলে জানিয়েছেন। জীবনের শেষদিন পর্যন্ত রামচরিতমানস পাঠ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা।

Latest