পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও এবং যুব কল্যাণ দপ্তর ও ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের ( CAB ) এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে গড়ে উঠল একটি অত্যাধুনিক মাল্টিজিম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার এই মাল্টিজিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিজিমের ফিতে কাটেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিজিমের ফিতে কাটেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার দপ্তর) সৌরভ পান্ডে, খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা,জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই,সন্দীপ সিংহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মাল্টিজিমের সূচনার ফলে মেদিনীপুর শহর ও আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ আধুনিক পরিকাঠামোর মধ্যে শরীরচর্চা ও ক্রীড়া অনুশীলনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
