নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীর উৎসবে আমাদের প্রায় গোটা দেশ গা ভাসায়। ভারতবর্ষের কোথাও গণেশ পুজোর উন্মাদনা মুম্বইয়ের ধারে কাছে নয়। বলিউডের আইকন নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীর দলও তুমুল মেতে ওঠে মুম্বইয়ের গণেশ-বন্দনায়। আর উৎসবের বহর বছরের পর সাধারণত বেড়েই চলে। কমে না। ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩১ মিনিট থেকে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। এই তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিটে। এই তিথিতে একাধিক শুভ যোগ পড়ছে। এবার গণেশ চতুর্থী হলেও, তার চার দিন আগেই দেশের খোদ বাণিজ্য নগরে এক বারোয়ারি গণেশ পুজোর উদ্বোধন ঘটে গিয়েছে! শোনা যাচ্ছে, ওটাই এ বছর মুম্বইয়ের প্রথম গণপতি বাপ্পা-র পুজো প্যান্ডেলের উন্মোচন। ভক্তদের কাছে গণেশ ঠাকুর দর্শনের প্রথম সুযোগ এবারে।মুম্বইয়ের লালবাগচা রাজা অঞ্চলে এই গণেশ মণ্ডল বা মন্ডপটি ওই শহরের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় বারোয়ারি গণেশ পুজো।
মুম্বইয়ের অন্যতম সেরা লালবাগের গণেশ পুজোর!
