Skip to content

ফের আতঙ্কিত রেলযাত্রীরা,এবার রেল দুর্ঘটনা "অসমে "-বেলাইন মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের একাধিক কামরা!

নিজস্ব সংবাদদাতা : আবারও রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে রওনা দিয়েছিল মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এবার লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস। জানা যায়, ট্রেনটি বিকেল ৩টে ৫৫মিনিট নাগাদ বেলাইন হয়ে গিয়েছে। অসমের লুমডিং শাখায় ডিবালং স্টেশনের কাছে বেলাইন হয় আটটি কামরা। খবর পাওয়ার পরেই রেলের তরফে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। একইসঙ্গে রেলের তরফে লামডিং স্টেশনে দু’টি হেল্পলাইন নম্বর ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। নম্বরগুলি হল— ০৩৬৭৪২৬৩১২০ এবং ০৩৬৭৪২৬৩১২৬। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ইঞ্জিন-পাওয়ার কার- সহ ট্রেনের আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। যদিও তাঁর মতে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু আবারো প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে।

Latest