নিজস্ব সংবাদাতা: লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা শেষ করতে সলমনকে ৫ কোটি টাকা দিতে হবে বলে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে।দীর্ঘদিনের ঝামেলা মেটাতে সলমন খানের থেকে পাঁচ কোটি টাকা তোলা চাইল লরেন্স বিষ্ণোই গ্যাং। এই মর্মে মুম্বই পুলিশের কাছে একটি হুমকি মেসেজ পাঠিয়েছে গ্যাংয়ের এক সদস্য। যেখানে লেখা হয়েছে, অভিনেতা যদি এই টাকা না দেন তবে পরিণতি বাবা সিদ্দিকির থেকেও ভয়ঙ্কর হবে।এই বার্তা যেন হালকা ভাবে নেওয়া না হয়, হোয়্যাটসঅ্যাপ মেসেজে পরিষ্কার জানানো হয়েছে ৷ সলমন খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর শত্রুতা মেটাতে চান, তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে ৷ আর টাকা না দিলে ? বাবা সিদ্দিকীর থেকেও খারাপ কিছু রয়েছে ভাইজানের ভাগ্যে, হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায় ৷ গত ১২ ই অক্টোবর গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে সলমন খানের বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷