নিজস্ব প্রতিবেদন : মায়ানমারের পর এবার প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপ কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে ৷ সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সেদেশের প্রশাসন জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার এই দ্বীপপুঞ্জে তীব্র ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০ ৷ দেশের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ১০ কিমি গভীরে তীব্র ভূমিকম্প হয়েছে ৷ এরপর আরও কম্পন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ভূমিকম্পের আফটারশকের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, এমনকি, মসজিদও। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। ফাটল ধরেছে রাস্তায়, সেতুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। ঐতিহাসিক মান্দালয় ভবন, ক্লক টাওয়ার সবই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মায়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১৭০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। এছাড়াও,হাজার হাজার মানুষ গুরুতর আহত এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে।